টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের লড়াইয়ের প্রথম দিনে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে শুভ সূচনা করেছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে রেকর্ডবুকেও নাম লিখিয়েছেন কিউই পেসার টিম সাউদি। টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপের আজকের ম্যাচের আগে ছিলেন টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী। সিডনিতে তাকে পেছনে ফেলেছেন ডানহাতি পেসার টিম সাউদি। ১২৫ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন তিনি সর্বোচ্চ উইকেটের মালিক।
আজকের ম্যাচের আগে সাকিব ও সাউদির উইকেট শিকার ছিল সমান ১২২। সিডনিতে আজ শনিবার ডেভিড ওয়ার্নারকে বোল্ড করে সাকিবকে পেছনে ফেলেন সাউদি। কিউই এই ডানহাতি পেসারের রেকর্ডের দিনে ৮৯ রানের বড় জয় পেয়েছে কেন উইলিয়ামসনরা।
সাউদি এবং সাকিবের পরে তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। এর পরের অবস্থানে রয়েছেন সাবেক লঙ্কান তারকা পেসার লাসিথ মালিঙ্গা। তালিকার পঞ্চম স্থানে রয়েছেন কিউই স্পিনার ইশ সোধি। গত বছর লাসিথ মালিঙ্গাকে টপকে এককভাবে টি-টোয়েন্টির সেরা উইকেট সংগ্রাহক হয়েছিলেন সাকিব আল হাসান।
একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক পাঁচ উইকেট শিকারি বোলার
টিম সাউদি- ১২৫, সাকিব আল হাসান- ১২৪, রশিদ খান- ১১৮, লাসিথ মালিঙ্গা- ১০৭, ইশ সোধি- ১০৩।













