৫ নভেম্বর ২০২৫

সাকিবকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষনা আইসিসির!

বাংলাধারা প্রতিবেদন »

অবিশ্বাস্য ফর্মে থাকা সাকিব আল হাসান বিশ্বকাপের ইতিহাসে ছাপিয়ে গেছেন বহু নামজাদা ব্যাটসম্যানদের। আগের তিন বিশ্বকাপে ২১ ম্যাচে করেছিলেন ৫৩৯ রান। এবার ৮ ম্যাচেই করে ফেলেছেন তারচেয়ে বেশি। অ্যাডাম গিলক্রিস্ট, জাভেদ মিয়াঁদাদ, মাহেলা জয়াবর্ধনেরদের মতো তারকাদের টপকে সাকিব এখন বিশ্বকাপের ইতিহাসের সেরা ১০ রান সংগ্রাহকদের একজন।

২০১৯ বিশ্বকাপে সাকিবের ৮ টি ইনিংস ৭৫,৬৪, ১২১,১২৪, ৪১,৫১,৬৬ এবং ৬৪। মোট ৬০৬ রান, সাথে আছে ১১ টি উইকেট যা সাকিবকে এনে দিয়েছে এবারের বিশ্বকাপে সেরা খেলোয়ড়ের তকমাও!

আইসিসি তো অনেকটা ঘটা করেই তা ঘোষনা করে দিয়েছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে।

তারা লর্ডসের বেঞ্চে সাকিবকে বসিয়ে একটি ছবি তুলে ক্যাপশন দিয়েছে “সাকিব তাদের সাথে বসে আছে যারা এই বিশ্বকাপে তার চেয়ে ভাল খেলেছে। “ Shakib Al Hasan sitting with all the players having a better CWC19 than him.” যদিও বেঞ্চে সাকিব ছাড়া আর কেউ ছিল না।

শির্ষ ক্রিকেট ভিত্তিক অনলাইন ইএসপিএন ক্রিকইনফো আরো একধাপ এগিয়ে সেই ছবি এডিট করে তার পাশে একটা ট্রফি বসিয়ে দিয়ে তা প্রকাশ করেছে তাদের সাইটে।

এতদিন বিশ্বকাপে রান সংগ্রহে দশে থাকা শ্রীলঙ্কান জয়াবর্ধনের রান ৪০ ম্যাচে ১১০০। সাকিব ২৯ ম্যাচেই তা টপকে জায়গা করে নিয়েছেন সেরা দশে। পাকিস্তানের বিপক্ষে ৩১৬ রান তাড়ায় তিনে নেমে বরাবরের মতোই সাবলীল ব্যাট চালিয়ে সাকিব আউট হওয়ার আগে করেছেন ৬৪।

সেরা দশে ঢুকতে এদিন তার দরকার ছিল ১৯ রান। কেবল ২৩ বল খেলেই তা পেয়ে যান তিনি। দশে জায়গা করতে সাকিব আজ (৫ জুলাই) পেছনে ফেলেছেন ৩১ ম্যাচে ১০৮৫ করা অ্যাডাম গিলক্রিস্ট, ৩৩ ম্যাচে ১০৮৩ রান করে জাভেদ মিয়াঁদাদকেও। 

এবার বিশ্বকাপে সর্বোচ্চ রান করাতেও রোহিত শর্মাকে (৫৪৪) ছাপিয়ে  ফের এক নম্বরে উঠলেন সাকিব। বিশ্বকাপে এবার ব্যাট করতে নামলেই যেন ফিফটি একেবারে বাঁধা সাকিবের। কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিরেছিলেন ৪১ রানে। বাকি সব ম্যাচেই তুলেছেন ৫০-এর বেশি রান। টানা দুই ম্যাচে করেছেন সেঞ্চুরি।

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচেও হেসেছে তার ব্যাট। এদিন আউট হওয়ার আগে ৭৭ বলে করেন ৬৪ রান। প্রথম ব্যাটসম্যান হিসেবে এই বিশ্বকাপে স্পর্শ করেন ৬০০ রান। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে আর ৯৬.০৩ স্ট্রাইকরেটে ৬০৬ রান করেন সাকিব।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকারের। ছয় বিশ্বকাপে ৪৫ ম্যাচ খেলে ২২৭৮ রান করে বিশ্বকাপে দুই হাজারের বেশি রান পাওয়া একমাত্র ক্রিকেটারও তিনি। দুইয়ে থাকা রিকি পন্টিং ৪৬ ম্যাচে করেছেন ১৭৪৩ রান। কুমার সাঙ্গাকারার আছে ৩৭ ম্যাচে ১৫৩২ রান। ব্রায়ান লারার রান ৩৪ ম্যাচে ১২২৫। ক্রিস গেইল ৩৫ ম্যাচে করেছেন ১১৮৬ রান। সনৎ জয়াসুরিয়া ৩৮ ম্যাচে করেছেন ১১৪৮ রান। ব্যাটসম্যান সাকিব জায়গা করে নিলেন এই তারকাদের পাশে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ