বাংলাধারা ক্রীড়া প্রতিবেদক »
বিপিএলের চট্টগ্রাম পর্বে আবারও টস হেরে ব্যাটিং পায় সাকিবের ফরচুন বরিশাল। পাওয়ার প্লে ২ উইকেট হারিয়ে ৫০ রান তুলেন তারা। এরপর ইব্রাহীম জাদরানকে নিয়ে অর্ধশতকে পার্টনারশিপ গড়েন সাকিব। ২৭ রানে এই আফগান ব্যাটার ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন সাকিব। প্রথম ইনিংসে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে সাকিবের ৪৫ বলে ৮১ রানের সুবাধে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রানে লড়াকু সংগ্রহ পায় ফরচুন বরিশাল।
ভিক্টোরিয়ানন্সদের হয়ে চারটি উইকেট শিকার করেন স্পিনার তানভীর ইসলাম। এছাড়া খুশদিল শাহ ও নাঈম হাসান নেন একটি করে উইকেট।
বরিশালের হয়ে ১৭৫ স্ট্রাইক রেইটে চাতুরাঙ্গা ডি সিলভা করেন ১২ বলে ২১ রান এবং এনামুল হক বিজয় করেন ২০ বলে ২০ রান।