বাংলাধারা ডেস্ক »
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় দারুণ খুশি জাতীয় দলে তার সতীর্থ মুশফিকুর রহিম। দেশসেরা অলরাউন্ডারের সঙ্গে ম্যাচজয়ী জুটি গড়তে মুখিয়ে আছেন জানালেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
জুয়াড়ির কাছ থেকে একাধিকবার ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকে না জানানোয় গত বছরের ২৯ অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও এর মধ্যে এক বছরের শাস্তি স্থগিত। সে অনুযায়ী, আজ বৃহস্পতিবার নিষেধাজ্ঞামুক্ত হলেন দেশ সেরা এই ক্রিকেটার।
সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন মুশফিক। তাতে লিখেছেন- “কিশোর বয়সে আমরা আমাদের ক্যারিয়ার শুরু করেছিলাম এবং কখনো পেছনে তাকাতে হয়নি। আমরা এক বছরের জন্য ড্রেসিং রুম ভাগাভাগি করতে পারব না, গত বছর এই খবর শোনাটা বড় একটি ধাক্কা হয়ে আসে।”
“আমরা অসাধারণ সব স্মৃতি ভাগাভাগি করেছি, দারুণ সব স্মৃতি আছে আমাদের এবং কঠিন সময়ে আমরা একে-অপরের পাশে দাঁড়িয়েছি। এই এক বছর শেষ হওয়ায় আমি খুবই আনন্দিত। আমরা আবারও একসঙ্গে মাঠে ফিরতে পারব।”
“তুমি সব সময় চ্যাম্পিয়নের মতো ফিরেছ। তোমার সঙ্গে আরও বেশি ম্যাচজয়ী পার্টনারশিপ গড়তে এবং আমাদের দেশের জন্য আনন্দ বইয়ে আনতে তর সইছে না আমার।”
বাংলাধারা/এফএস/ইরা













