৫ নভেম্বর ২০২৫

সাগরিকায় তিনগুণ দামে বিক্রি হচ্ছে খাবার

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে চলছে বাংলাদেশ আফগানিস্তান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির বাগড়া এবং সরকারী ছুটির দিন না হওয়া সত্ত্বেও দর্শকের কমতি ছিলনা সাগরিকায়। স্টেডিয়ামে খাবার নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় খেলা দেখতে আসা দর্শকদের তাই চড়া দামে কিনতে হচ্ছে ক্যান্টিনের খাবার। এ সুযোগে অসাধু একটি চক্র ঠিকই রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। বাজার মূল্যের চেয়ে তিন থেকে চারগুণ বেশি দামে বিক্রি করছে এসব খাবার।

স্টেডিয়াম ঘুরে দেখা যায় ১ গ্লাস পানি বিক্রি হচ্ছে ১০ টাকায়। ১ লিটার পানির মূল্য বোতলের গায়ে ২৫ টাকা লিখা থাকলেও সেই পানি বিক্রি হচ্ছে ১০০ টাকায়। বাজারের ২০ টাকার চিপস বিক্রি হচ্ছে ৩০ টাকায়। এছাড়া নিম্নমানের চিকেন বিরানী কিনতে গুণতে হচ্ছে ১৫০ টাকা। চড়া দামে বিক্রি হলেও এসব খাবারের মান নিয়ে সন্তুষ্ট নয় দর্শকরা।

আনোয়ারা থেকে খেলা দেখতে আসা আমিনুল হক জানান, আমরা ১০ বন্ধু মিলে সাকিব-তামিমদের খেলা উপভোগ করতে এসেছি। কিন্তু স্টেডিয়ামের চড়া দাম আমাদের আশাহত করেছে। বাজারে যেখানে ২৫ টাকায় ১ লিটার পানি কিনতে পাওয়া যায় সেখানে আমাদের ১ লিটার পানি কিনতে হয়েছে ১০০ টাকা দিয়ে। আরেক দর্শক আব্দুর নুর বলেন, আমি ১৫০ টাকা দিয়ে চিকেন বিরানী নিয়েছি। খেতে খুব বাজে। তারপরও খিদা মেটাতে কষ্ট করে খেলাম।

এবিষয়ে ওসমান মিয়া নামের এক খাবার বিক্রেতার সাথে কথা হলে তিনি জানান, এগুলো উপর থেকে নির্ধারিত। আমরা কিছু জানিনা।

ক্রিকেট ম্যাচ চলাকালীন চট্টগ্রামসহ বাংলাদেশের সব স্টেডিয়ামে থাকে বাড়তি নিরাপত্তা ব্যাবস্থা।পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থাও মোতায়েন থাকে স্টেডিয়াম ও আশপাশের এলাকায়। তবুও গ্যালারিতে দেদারছে চলছে এসব অনিয়ম। দেখেও যেন দেখার কেউ নেই।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ