৩০ অক্টোবর ২০২৫

সাগরিকায় বাসের ধাক্কায় ১৩ পুলিশ সদস্য আহত

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ জন সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ মে) সকাল ৯টার দিকে পাহাড়তলী সাগরিকা মোড় এলাকায় পুলিশ ভ্যানে বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজিব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২), মাসুদ (২৩)।

চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ বলেন, উত্তর কাট্টলীর মাঠে প্যারেড শেষে আসার পথে পুলিশ ভ্যানে ধাক্কা দেয় দ্রুতগামী বাস। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।

আরও পড়ুন