আনোয়ারা প্রতিনিধি »
আনোয়ারায় বঙ্গোপসাগরে মাছ শিকার করে এসে নৌকা থেকে নামার সময় পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায় মো. মঞ্জুর আলম (২৫) নামে এক জেলে। চার ঘন্টা পর তার লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মঞ্জুর আলম স্থানীয় হাজির পাড়া এলাকার আহমদ ছাফার পুত্র।
স্থানীয় সূত্রে জানাযায়, মঞ্জুর আলমসহ ৬ মাঝি-মাল্লা নিয়ে শনিবার সকালে স্থানীয় আবদুর রহমানের নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। বিকালে মাছসহ নৌকা নিয়ে উপকূলে আসে। সাগরে প্রচণ্ড স্রোতের কারণে নৌকা তীরে ভেড়ানো সম্ভব না হওয়ায় মাঝি-মাল্লারা লাফ দিয়ে নৌকা থেকে নেমে পড়ে। এসময় মঞ্জুর আলম নৌকা থেকে লাফ দিলে পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে ৮ ঘন্টা খোঁজাখুজিঁর পর রাত সাড়ে ৮ টায় মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সমস্য মো. নুরুজ্জামান জানান, নৌকা থেকে নামার সময় মঞ্জুর আলম সাগরেরন পানিতে তলিয়ে যায়। পরে রাত সাড়ে ৮ টায় তার লাশ উদ্ধার করা হয়।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













