১০ নভেম্বর ২০২৫

সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষেধ

সীতাকুন্ড প্রতিনিধি »

সমূদ্রে মৎস্য প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আগামি ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরনে সীতাকুণ্ড উপজেলায় সমুদ্রে সকল প্রকার নৌযান দ্বারা মৎস্য আহরন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সীতাকুণ্ড উপজেলা টান্সফোর্স কমিটি।

সীতাকুণ্ড উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বুধবার (১৮ মে) সকাল ১১ টায় মৎস্য আহরণ নিষিদ্ধ সংক্রান্ত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপন বাস্তবায়নে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন কমিটির সভাপতি উপজেলা নিবার্হী কর্মকতা মোহাম্মদ শাহাদাত হোসেন।

এসময় উপজেলা মৎস্য কর্মকতা কামাল উদ্দিন চৌধুরী সৎস্যজীবীদের সমুদ্রে মা মাছ রক্ষা করে সুষ্ঠু প্রজননের গুরুত্ব তুলে ধরেন এবং সকল মৎস্যজীবীদের নিষেধাজ্ঞার আওতাই এসে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকার আহবান করে আগামি ৬৫ দিন মৎস্যজীবীদের সহযোগিতা চেয়েছেন।এছাড়া সাগরে সকল প্রকার নৌযান কর্তৃক মৎস্য আহরণ নিষিদ্ধ সংক্রান্ত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জারীকৃত প্রজ্ঞাপন বাস্তবায়নে আহবান করেন।

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা শহীদ ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুচ্ছফা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, ভাটিয়ারী কোষ্ট গার্ড অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, কুমিরা নৌ-পুলিশ ইনচার্জ আ. হালিম, এস আই এমরান হোসেন, মৎস্যজীবী লীগ নেতা আবু বক্কর, জেরে ফেডারেশনের সভাপতি লিটন জলদাশ, মো. শফি মেম্বার, উপজেলা মৎস্য অধিপ্তরের রাসেল চন্দন দাশ, মামুনসহ প্রমুখ।

আরও পড়ুন