কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের টেকনাফে সমুদ্র উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২২ রোহিঙ্গা নারী পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কোন পাচারকারী দালালকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২০ জানুয়ারী) দিনগত রাত ৯টার দিকে টেকনাফের শামলাপুর ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রর (ইনচার্জ) ইন্সপেক্টর মোহাম্মদ লিয়াকত আলী।
তিনি জানান, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যেতে কিছু রোহিঙ্গা শাপলাপুর নোয়াখালী পাড়ায় জড়ো হওয়ার খবরে রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালানো হয়।
এসময় সাগর তীরে নৌকার জন্য অপেক্ষামান ৩জন পুরুষ, ১৮ জন নারী ও ৩জন শিশুসহ ২২ রোহিঙ্গাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা উখিয়া-টেকনাফে বিভিন্ন রোহিঙ্গা শিবিরে বসবাসরত রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছে।
আইনী প্রক্রিয়া শেষে প্রত্যেককে স্ব স্ব শিবিরে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি লিয়াকত।
বাংলাধারা/এফএস/টিএম/এএ
 
				












