বান্দরবান প্রতিনিধি »
বান্দরবানে সাঙ্গু নদীতে গোসলে নেমে ডুবে মৃত্যু হয়েছে হ্লাক্যচিং মার্মা (১২) নামে এক প্রতিবন্ধী শিশুর।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে তারাছা ইউনিয়নে ৪ নং ওয়ার্ড লেমুঝিরি পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত হ্লাচিয়াং মার্মা তারাছা ইউনিয়নে লেমুঝিরি পাড়ার গ্রামে উংগ্যায়া চিং মার্মা ছেলে।
ফায়ার সার্ভিস জানায়, হ্লাচিয়াং মার্মা তার পরিবারকে না জানিয়ে নৌকা চড়তে যায়। পরে নৌকা থেকে লাফ দিয়ে গোসল করতে নামলে শিশুটি ডুবে যায়। পড়ে খোঁজাখুঁজি করে না পেলে সকালে এলাকাবাসী খবর দিলে ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, এলাকার ইউপি চেয়ারম্যান খবর দিলে দ্রুত গিয়ে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশটি ছিল প্রতিবন্ধী শিশুর।
বান্দরবান তারাছা পুলিশ ক্যাম্পে দ্বায়িত্বরত অফিসার মো. রশ্মিদ আহমেদ জানান, লাশটি উদ্ধার করতে সুরতাল করা হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।













