১ নভেম্বর ২০২৫

সাঙ্গুতে ডুবে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবে ১৬ ঘণ্টা পর লংরে খুমি (২১) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে দমকল বাহিনী। এই ঘটনায় এখনো আরও ২ জন নিখোঁজ রয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সময় তিন্দু বড় পাথর এলাকায় এক‌টি লাশ দেখ‌তে পে‌য়ে পু‌লিশ‌কে খবর দেন এক মাঝি। পরে পু‌লিশ, দমকলবা‌হিনী ও স্থানীয়রা মিলে লাশ‌টি উদ্ধার করে।

উদ্ধারকৃত রেমাক্রি ইউপির অং লে খুমি পাড়ার গ্রামে লংবে খুমির মেয়ে।

সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের ইউনিট পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, সকা‌ল থে‌কে নিখোঁজের উদ্ধার অভিযান চল‌ছে। একজ‌নের লাশ উদ্ধার করা হয়েছে। নি‌খোঁজ বাকি দুইজন‌কে উদ্ধা‌রে এখনো অভিযান চলছে।

উল্লেখ্য, বুধবার (২৫ অক্টবর) বিকালে বাড়ি ফেরার পথে রেমাক্রির আদা পাড়া এলাকায় নৌকাটি পানিতে ডুবে তিনজন নিখোঁজ হয় ।

আরও পড়ুন