বাংলাধারা ডেস্ক »
বান্দরবানের সাঙ্গু নদীতে ডুবে নিখোঁজ পর্যটক আহনাফ আকিবের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টায় আকিবের মরহেদ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত আকিব আদনান ব্র্যাক ইউনির্ভাসিটির কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের ফতুল্লার ইচদারগ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নাজমুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম থেকে ডুবুরিদল এনে নদীতে তল্লাশির পর আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ থেকে বেড়াতে আসে একই পরিবারের ১০ জন। তারা ইঞ্জিন বোট নিয়ে সাঙ্গু নদীতে যান। বিকেল ৩টায় নদীতে গোসল করার জন্য পানিতে নামলে তলিয়ে যায় মারিয়া ইসলাম (১৯)। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নিখোঁজ হন মারিয়াম আদনিন ও আহনাফ আকিব। আজ শনিবার সকাল ৯টায় সাঙ্গু নদীর তারাছা এলাকা থেকে মারিয়াম আদনিনের লাশ উদ্ধার করা হয়। পরে দুপুর পৌনে ২ টায় একই জায়গা থেকে আহনাফ আকিবের লাশও উদ্ধার করে ডুবুরিরা।













