২৪ অক্টোবর ২০২৫

সাজেদুল করিমের ‘মুজিব রয়েছে মিশে’র মোড়ক উন্মোচন

ফটিকছড়ি প্রতিনিধি »

ছড়াকার সাজেদুল করিম ভুঁইয়া রচিত ‘মুজিব রয়েছে মিশে’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ মার্চ) সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মাওলা গণমিলনায়তনে ‘মুজিব রয়েছে মিশে’ বইটির মোড়ক উন্মোচন করেন উপজেলা শিক্ষা অফিসার হাসানুল কবির।

এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার হাসান মুরাদ চৌধুরী, মুহাম্মদ শরিফুল ইসলাম, শিক্ষক নেতা মাস্টার নাসির উদ্দীন চৌধুরী, রঞ্জিত কুমার ভট্টাচার্য্য, শীলা প্রভা বড়ুয়া, কবি শীলা নন্দী, আবৃত্তিকার বাবলা কুমার দে, জাহেদুল ইসলাম ও আমীর হোসেন প্রমুখ।

মুজিব রয়েছে মিশে বইয়ের লেখক সাজেদুল করিম ভূঁইয়া জানান, ‘বইটি ঢাকার বইসই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। এটিই আমার চতুর্থ বই। এর আগে উপচে পড়া খুশির ছড়া, ছড়া জ্বলে ঝিকমিক, গল্পগ্রন্থ ভূতের মুখে অ আ বইগুলো অক্ষরবৃত্ত প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আমার এ বইটি ঢাকার অমর একুশে বইমেলায় অতঃপর স্টলে পাওয়া যাবে। এছাড়াও বইটি চট্টগ্রামের বাতিঘর, আন্দরকিল্লা আলোকবর্তিকা, রকমারি.কমে পাওয়া যাবে বলে জানান এ ছড়া-কবি ও গল্পকার।’

আরও পড়ুন