২ নভেম্বর ২০২৫

সাতকানিয়ায় অবৈধ কারেন্ট জালে মাছ ধরায় ২ জেলেকে অর্থদণ্ড

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় জলাশয়ে অবৈধ কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ২ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলেদের কাছ থেকে ২শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাহালিয়া বিল ও নয়াখাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সৈকত শর্মা, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার দায়ে নাছির উদ্দীন ও আবছার উদ্দীনকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা এবং আনিসুল ইসলামকে সড়কের উপর দোকানের মালামাল রাখার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনটি ডিঙি নৌকা জব্দ করে প্রকাশ্য নিলামে বিক্রি করার পাশাপাশি অবৈধ জালগুলো ধ্বংস করা হয়েছে। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে এ জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন