সাতকানিয়া প্রতিনিধি »
সাতকানিয়ায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন তছলিমা আকতার নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত ৪ টার দিকে কেরানীহাট মা-শিশু জেনারেল হাসপাতলে নরমাল ডেলিভারিতে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দেন তিনি।
প্রসূতি ও তিন নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রসূতি তসলিমা আকতার উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেমুহনী নয়া বাড়ী এলাকার কৃষক মাহাবুবুল করিমের স্ত্রী।
কেরানীহাট মা শিশু জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (গাইনি) ডা. বেনজীর সুলতানা সুমি জানান, প্রসব ব্যাথা নিয়ে রাত দুই টার দিকে হাসপাতালে আসে প্রসূতি তছলিমা। আমরা তার সবকিছু চেকআপ করে ভর্তি দিই। তাকে ভর্তি দেয়ার দুই ঘন্টার পর এক সঙ্গে তিন সন্তান প্রসব করে। নবজাতকদের মধ্যে ১টি ছেলে ২টি মেয়ে। নবজাতক গুলো ৩৬ সপ্তাহ পূরন হয়েছে। মূলত তিন সন্তান একসঙ্গে হওয়ায় কিছুদিন আগে প্রসব হয়েছে। তবে মা ও নবজাতকরা সুস্থ রয়েছে। নবজাতকগুলোর মধ্যে একজনের ওজন ২.৫ কেজি, একজনের ২ কেজি ও অপর একজনের ওজন ১.৯ কেজি। তাদেরকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
একসঙ্গে তিন সন্তান প্রসবের বিষয়ে ডা. বেনজীর সুলতানা সুমি জানান, অনেকে সন্তান নেয়ার জন্য ওষুধ সেবন করে। ওই ওষুধের প্রভাবেও একসঙ্গে একাধিক সন্তান প্রসব হয়ে থাকে। যমজ সন্তান প্রসবের পারিবারিক ইতিহাস থাকলেও হতে পারে। তবে কোন কারন ছাড়াও একসঙ্গে একাধিক সন্তান প্রসব হতে পারে।
নবজাতকদের বাবা মাহাবুবুল করিম জানান, আমার আগের কোনো সন্তান নাই। তিন বছর আগে ডেলিভারির সময় এক সন্তান মারা যায়। মহান আল্লাহতাআলা এখন আমাকে একসাথে তিন সন্তান দান করেছে। আমরা সবাই খুবই আনন্দিত। পরিবারের সদস্যরা ছাড়াও সকল আত্মীয়-স্বজনও খুশি।
কেরানীহাট মা শিশু জেনারেল হাসপাতালের ম্যানেজার মো. জমির উদ্দিন জানান, একসঙ্গে তিন সন্তান প্রসব হওয়ায় আমাদেরও ভালো লাগছে। আগেও আমাদের হাসপাতালে একসঙ্গে তিন সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। একসঙ্গে তিন সন্তান প্রসবের খবর পেয়ে উৎসকু আত্মীয়-স্বজনরা নবজাতকদের দেখার জন্য হাসপাতালে ভিড় করেছে। এখন মা ও নবজাতকরা সুস্থ রয়েছে। সব কিছু ঠিক থাকলে আজ শনিবার সকালে মা ও নবজাতকদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।













