২৪ অক্টোবর ২০২৫

সাতকানিয়ায় গণপিটুনির শিকার স্বেচ্ছাসেবক লীগ নেতা জিসান

চট্টগ্রামের সাতকানিয়ায় মো. জসিম উদ্দিন জিসান (৩৬) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা গণপিটুনির শিকার হয়েছেন। রবিবার (৩০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কান্তার পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা জিসান ঈদ উদযাপনের জন্য বাড়িতে আসেন। খবর পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

জিসান উত্তর সাতকানিয়া সাংগঠনিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে ৪ আগস্ট কেরানিহাট চত্বরে ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে মামলা রয়েছে, যেখানে তিনি ৫৮ নম্বর আসামি।

সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গেলে স্বজনরা জানান, তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন