চট্টগ্রামের সাতকানিয়ায় একটি দেশীয় অস্ত্র ও কার্তুজসহ মোঃ সাজ্জাদ হোসেন শিবলু (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালিয়াইশ রসূলাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন শিবলু কালিয়াইশ ইউনিয়নের রসূলাবাদ রমজুর বাপের বাড়ি এলাকার আলী হোসেনের ছেলে।
জানা গেছে, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোঃ আবদুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রসূলাবাদ রমজুর বাপের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন শিবলুকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যমতে বাড়ির সামনে গোয়াল ঘর থেকে ১টি দেশীয় তৈরি বন্দুক ও ২টি কার্তুজ জব্দ করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গতকাল মঙ্গলবার রাতে কালিয়াইশ রসূলাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি বন্দুক ও ২টি কার্তুজসহ সাজ্জাদ হোসেন শিবলু নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
এব্যাপারে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আটককৃত আসামীকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।












