২৪ অক্টোবর ২০২৫

সাতকানিয়ায় নৌকার গণসংযোগকালে হামলা: চেয়ারম্যানসহ আহত-১০

আহত

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনে নৌকা মনোনীত প্রার্থী আবু রেজা মেহাম্মদ নেজাম উদ্দিন নদভীর নির্বাচনী গণসংযোগকালে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এমপি নদভীর শ্যালক ও চরচী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লা চৌধুরী এবং সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ অন্তত ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে চরতী ইউনিয়নের কাটাখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার জন্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আবদুল মোতালেবের সমর্থকদের দায়ী করছেন তারা।

তবে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ডাক্তার আ ম ম মিনহাজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই, কোন ধরনের হামলার সাথে আমাদের কোন কর্মী সমর্থক জড়িত নয়।

আহতদের সাথে কথা বলে ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত আটটার দিকে আওয়ামী লীগের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী নৌকা প্রতীকের পক্ষে দক্ষিণ চরতীর কাটাখালী ব্রিজ এলাকায় গণসংযোগ করছিলেন। এ সময় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেবের সমর্থক স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলামের লোকজন ভুয়া ভুয়া বলে ডাক দেন। পরে নৌকা প্রতীকের গণসংযোগে অংশ নেওয়া কয়েকজন আব্দুল মোতালেবের সমালোচনা করেন। এ সময় মোতালেবের সমর্থকেরা জড়ো হয়ে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে রিজিয়া রেজার গণসংযোগে হামলা চালান। এ হামলায় আওয়ামী লীগের প্রার্থী নদভীর শ্যালক চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল্লাহ চৌধুরী (৪৫), সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (৩০), মিছদাকুল বেসারত চৌধুরী (৪১), মোহাম্মদ রফিক (৩৭), রবিউল ইসলাম (১৯), মোহাম্মদ ফয়সাল (২১) আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আওয়ামী লীগের প্রার্থী নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নৌকার পক্ষে গণসংযোগ করছিলাম। এ সময় স্বতন্ত্র প্রার্থী মোতালেবের লোকজন জড়ো হয়ে উস্কানিমূলক কথা বলেন। পরে তাঁরা আমাদের উপর ইটপাটকেল ছুৃঁড়ে মারেন ও লাঠিসোটা নিয়ে হামলা করেন। এতে আমার ভাই ইউপি চেয়ারম্যানসহ অন্তত আট-দশ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আ ম ম মিনহাজুর রহমান বলেন, ওই এলাকায় গণসংযোগে গিয়ে তাঁরা এলাকাবাসীর বিপক্ষেই কথা বলছিলেন। তাছাড়া স্থানীয় চেয়ারম্যান অবৈধভাবে বালু ব্যবসার সঙ্গে জড়িত থাকায় এলাকাবাসী ক্ষুদ্ধ ছিলেন। তাই সম্ভবত এলাকার লোকজন তাঁদের উপর হামলা করেছেন। এই হামলা নির্বাচনী কোনো বিষয় নয়। এটি মূলত ভিলেজ পলিটিক্সের কারণেই ঘটেছে।

সাতকানিয়া থানার দায়িত্বরত ডিউটি অফিসার এসআই মোহাম্মদ নাঈম উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা চরতীতে একটি হামলার ঘটনা শুনেছি। খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান ও সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরে বিস্তারিত জানতে পারবো।

আরও পড়ুন