চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৩২ হাজার ৬শ টাকা জরিমানা করেছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সাতকানিয়া উপজেলার কেরানিহাট ও মৌলভী দোকান এলাকায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
এ সময় মেয়াদ উর্ত্তীণ ওষুধ বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সুনির্দ্দিষ্ট ধারায় সততা ফার্মেসীকে ১০ হাজার টাকা, নিউ ইসলামিয়া ফার্মেসীকে ২ হাজার টাকা, সাফা ফার্মেসীকে ৮ হাজার টাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সুনির্দ্দিষ্ট ধারায় আল আমিন স্টোরকে ৩ হাজার টাকা, নিউ জামির স্টোরকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে হোটেল পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সুনির্দ্দিষ্ট ধারায় মদিনা হোটেল এন্ড বিরানী হাউস কে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মৌলভী দোকান এলাকায় সড়কের উপর অবৈধ গাড়ি পার্কি এর অপরাধে একজন গাড়ী চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সুনির্দিষ্ট ধারায় ৫শ টাকা জরিমানা করা হয়।













