৩ নভেম্বর ২০২৫

সাতকানিয়ায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় খাল ভেঙে সৃষ্ট গর্তে হাত জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ আশেক (২৫)।

বুধবার (৩০ আগস্ট) বেলা ১২টায় উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মনুহর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশেক ওই এলাকার মুহাম্মদ ইসমাইলের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, বুধবার সকালে বন্যার পানিতে খাল ভেঙে সৃষ্ট গর্তে এক ব্যক্তি হাত জাল দিয়ে মাছ ধরতে গেলে পাশের বৈদ্যুতিক খুঁটিতে একটি তারের সাথে জাল আটকে যায়। এতে বিদ্যুতস্পৃষ্ট আশেক নামের একজন মারা যায়। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করলে লাশটি হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ