৭ নভেম্বর ২০২৫

সাতকানিয়ায় শিক্ষা অফিস কর্মচারীর মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা

সাতকানিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের সাতকানিয়ায় মো. রুবেল নামে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী।

রবিবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বান্দরবান সড়কের বাজালিয়া নিউ মার্কেটের সামনে গতিরোধ করে খুনের হুমকি দিয়ে মোটরসাইকেলটি নিয়ে যায়।

রুবেল পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ এলাকার মোজাফফর আহমদের ছেলে ও সাতকানিয়া উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী।

রুবেল বলেন, বান্দরবানের সুয়ালকের ভাগ্যেরকুলের একটি মাহফিল থেকে নিজ বাড়িতে ফেরার পথে বাজিলিয়া বাস স্টেশনে নিউ মার্কেটের সামনে পৌঁছালে মার্কেট থেকে মুখোশ পরা কয়েকজন লোক লম্বা দা নিয়ে মোটরসাইকেলের সামনে এসে দাঁড়ায়। আমি প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে পাশের দোকানে আশ্রয় নিই। এ সময় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চাই। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা আমার ১০০ সিসির মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ছালামত উল্লাহ বলেন, ৯৯৯ এ খবর তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলের আশেপাশে সিসি ক্যামেরা রয়েছে। সেখান থেকে ফুটেজ সংগ্রহ করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ