২৩ অক্টোবর ২০২৫

সাতকানিয়ায় সুবীর চক্রবর্তী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের সাতকানিয়া থানার পুরানগড় ইউনিয়নের ফকিরখীল গ্রামের সুবীর চক্রবর্তী হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

বুধবার (২৬শে মার্চ) দুপুরে ফকিরখীল ও শীলঘাটা এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মানুষ অংশ নেয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

গত ২১ মার্চ সাতকানিয়ার ফকিরখিল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মমভাবে খুন হন সুবীর চক্রবর্তী (৩৭)। সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে, এ সময় তার বড় ভাই প্রবীর চক্রবর্তীও গুরুতর আহত হন। এ ঘটনায় নিহতের পরিবার সাতকানিয়া থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

এরপর থেকেই সুবীর চক্রবর্তীর পরিবার ও স্থানীয়রা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন করে আসছেন। তবে ঘটনার কয়েকদিন পার হয়ে গেলেও সব আসামিকে গ্রেপ্তার করা হয়নি, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে নিহত সুবীর চক্রবর্তীর বড় ভাই প্রবীর চক্রবর্তী কান্নাজড়িত কণ্ঠে বলেন,
“আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আজও ন্যায়বিচার পাইনি। আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই, দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুন। সুবীরের রক্ত বৃথা যেতে পারে না!”

নিহতের বৃদ্ধ মা বলেন, “আমার ছেলেকে যারা হত্যা করেছে, তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। আমরা চাই, আমার ছেলের হত্যাকারীদের দ্রুত শাস্তি হোক। প্রশাসন আমাদের পাশে দাঁড়াক।”

স্থানীয় সমাজকর্মী জসিম উদ্দিন বলেন,
“এ ধরনের হত্যাকাণ্ড সমাজে অশান্তি সৃষ্টি করছে। আমরা চাই সুবীর চক্রবর্তী হত্যার সঠিক বিচার হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অন্যায় করতে সাহস না পায়।”

সুজন বড়ুয়া নামের একজন বলেন,
“একজন নিরপরাধ মানুষকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, অথচ এখনো সব আসামি ধরা পড়েনি! আমরা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করুন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন।”

মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা “সুবীর চক্রবর্তীর হত্যাকারীদের গ্রেপ্তার কর”, “আমরা সুবীরের বিচার চাই”, “সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় বন্ধ কর” ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, যদি দ্রুত সুবীর চক্রবর্তীর হত্যার বিচার না হয়, তবে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে। তারা প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান।

আরও পড়ুন