বাংলাধারা প্রতিবেদন »
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাতকানিয়া উপজেলার পর এবার লোহাগাড়া উপজেলাকেও লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
বুধবার (১৫ এপ্রিল) রাতে লোহাগাড়া লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ।
তিনি বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বুধবার রাত ৯টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লোহাগাড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলাকালীন কেউ লোহাগাড়ায় প্রবেশ কিংবা বের হতে পারবেন না।
এর আগে দুপুরে জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সাতকানিয়া উপজেলাকে লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
বাংলাধারা/এফএস/টিএম













