২৮ অক্টোবর ২০২৫

সাতকানিয়ায় এমপি’র লকডাউন ঘোষণা, সিদ্ধান্ত জানায় নি ইউএনও

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আরো ৫ জনের করোনা পজিটিভ হওয়ায় সাতাকানিয়াবাসীর মধ্যে ব্যাপক আতংক তৈরী হয়েছে। ফলে গত দুইদিন ধরে সাতকানিয়াবাসী লকডাউন ঘোষণা করতে ইউএনও’র কাছে জোর দাবি জানাচ্ছে। সাতকানিয়ার সাংসদ আবু রেজা নদভী লকডাউনের ঘোষণা দিলেও, ইউএনও’র কাছ থেকে কোন সিদ্ধান্ত না আসায় দ্বিধা-দ্বন্দ্বে পড়েছে সাতকানিয়াবাসী।

এদিকে বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা নদভীর বরাত দিয়ে তার স্ত্রী রিজিয়া রেজা তার ফেসবুকে লেখেন, ‘সাতকানিয়া লকডাউন ঘোষণা’। সেখানে তিনি উপজেলা প্রশাসন, থানা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্যকর কমপ্লেক্সের সাথে সমন্বয় করে এমপি এই নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করেন। এরপর সাংসদ নদভী নিজের আইডিতেও লকডাউন ঘোষণার স্ট্যাটাস শেয়ার করেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-এ-আলম বলেন, সাতকানিয়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয় নি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন