বাংলাধারা ডেস্ক »
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে সাতকানিয়ার ছদাহা মিঠাদিঘী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের টাইম ক্যাফ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুইজন হলেন— নোয়াখালীর চৌমুহনী থানার করিমপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে তহিজদ্দিন (২৮) এবং নুরুল হোসেনের ছেলে সালাউদ্দিন (২৫)।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, রাত সোয়া ১টার দিকে সাতকানিয়ার ছদাহা এলাকায় দুর্ঘটনার সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়। তারা সেখান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে সড়কে পড়ে থাকা দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি জব্দ করা হয়। কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।













