লোহাগাড়া প্রতিনিধি »
চট্টগ্রামের সাতকানিয়ায় ছুটিতে আসা মোহাম্মদ ফোরকান (২২) নামে এক সেনা সদস্যের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রোববার (১৩ সেপ্টেম্বর) উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সামনে দয়ার পাড়া যুব ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে দয়াল পাড়া ও তাঁতী পাড়ার কিছু ছেলে পিকনিকের আয়োজন করে। এতে চাঁদা কম দেয়া নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। এসময় সেনা সদস্য ফোরকান তাদের ডেকে ঝগড়া না করে দু’পক্ষ বসে সমাধান করার জন্য অনুরোধ করেন। বিষয়টি এক পক্ষ মানতে নারাজ হয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা এসকে শামীমকে জানালে সে নিজে এসে সেনা সদস্য ফোরকানকে লোহা দিয়ে পিটিয়ে আঘাত করে। তাকে উদ্ধার করতে গিয়ে জাহেদুল ইসলাম (২২), মুবিনুল ইসলাম (২৭) ও মো. সজল আহত হন। তারা সকলেই সোনাকানিয়া দয়াল পাড়ার বাসিন্দা।
তবে বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত এসকে শামীম বলেন, আমি কাউকে মারধর করিনি। এ ঘটনার সাথে আমি কোনভাবেই জড়িত নই।
বাংলাধারা/এফএস/এএ













