১৬ ডিসেম্বর ২০২৫

সাত দিনে দখল আফগানিস্তানের ১৭ প্রদেশ

আন্তর্জাতিক ডেস্ক»

তালেবান বাহিনীর দখলে আফগানিস্তানের উরুজগান প্রদেশের রাজধানী তারিন-কোত। লশকরগাহ, ফিরোজ কোহ ও লগার প্রদেশের পর একদিনে আফগানিস্তানের চতুর্থ প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। এই নিয়ে মাত্র এক সপ্তাহে দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১৭টি দখল করল তালেবান বাহিনী।

উরুজগান দখলের বিষয়ে প্রদেশটি আইনপ্রণেতা জানান, “রাজধানী শহর তারিন-কোতে স্থানীয় কর্মকর্তারা তালেবানদের কাছে আত্মসমর্পণ করে। এরপর প্রদেশটির গভর্নর কাবুলের উদ্দেশ্যে বিমানে রওনা দেন।“

লগার প্রদেশ দখলের বিষয়ে বলা হয়েছে, লগার প্রদেশ দখল করতে গিয়ে তালেবান প্রথমে সব সরকারি ভবন দখল করে নেয়। এরপর তারা প্রদেশটির গভর্নর এবং গোয়েন্দা সংস্থার প্রধানকে বন্দী করেন।

দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান বাহিনী সম্মত হয়।

তবে মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলেও এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি এই দুই পক্ষ।

সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান বাহিনী আফগানিস্তানের বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে শুরু করে। সমঝোতা না হওয়ার জন্য আফগান সরকারকে অভিযুক্ত করছে তালেবান।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ