২৩ অক্টোবর ২০২৫

সাদমানের সেঞ্চুরিতে লীডে বাংলাদেশ, কিন্তু শেষ বিকেলে জিম্বাবুয়ের চমক

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনটি ছিল নাটকীয় বাঁকের। দিনের শুরুতে দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে ২২৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর সাদমান ইসলামের দুর্দান্ত শতকে ভর করে স্বাগতিকরা এগিয়ে গেলেও দিনের শেষ ভাগে কয়েকটি দ্রুত উইকেট হারিয়ে ম্যাচে ফিরে আসে জিম্বাবুয়ে।

দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৯১/৭। লিড মাত্র ৬৪ রানের, হাতে রয়েছে ৩ উইকেট। ক্রিজে রয়েছেন মেহেদী হাসান মিরাজ (১৬*) ও তাইজুল ইসলাম (৫*)।

দিনের শুরুতেই শেষ উইকেট তুলে নেয় বাংলাদেশ, ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংস গুটিয়ে দেন পেসাররা। এরপর ইনিংস শুরু করেন সাদমান ইসলাম ও দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরা আনামুল হক। দুই ওপেনার গড়েন ১১৮ রানের দৃঢ় ভিত্তি। সাদমান ছিলেন আক্রমণাত্মক, চমৎকার সব ড্রাইভ ও কভার শটে মুগ্ধ করেন সবাইকে। অন্যদিকে ধৈর্য্য নিয়ে খেলে ৩৯ রান করেন আনামুল।

লাঞ্চের পরপরই মুজারাবানির বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন আনামুল। এরপর সাদমান ও মুমিনুলের ৭৬ রানের জুটি আবার জয়ের সম্ভাবনা জাগায়। মুমিনুল ৩৩ রান করে আউট হন, পরের বলেই সাদমানও এলবিডব্লিউ—১৮১ বল মোকাবেলায় ১২০ রান করেন তিনি, যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক।

শান্ত ও মুশফিক কিছুটা স্থিতি আনার চেষ্টা করলেও, শান্ত দ্রুত ফিরলে শুরু হয় উইকেট পতনের মিছিল। জাকের আলি (৫) ও মুশফিক (রানআউট) বিদায় নেন পরপর, এরপর নাঈম হাসান মাত্র ৩ রান করে স্লিপে ক্যাচ দেন। দুর্দান্ত বোলিংয়ে উদীয়মান মাসেকেসা তুলে নেন ৩টি উইকেট।

শেষ পর্যন্ত মিরাজ ও তাইজুল দিনটি আর বিপর্যয়ে পরিণত হতে না দিয়ে দিন শেষ করেন।

বাংলাদেশের লক্ষ্য এখন প্রথম ইনিংসে ভালো লিড নেওয়া এবং জিম্বাবুয়ের বিপক্ষে চাপ সৃষ্টি করা। তবে লোয়ার অর্ডার কতটা লড়াই করতে পারে, সেটাই নির্ধারণ করবে ম্যাচের গতি।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন