বাংলাধারা প্রতিবেদন»
সাদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের সেল্ফ এসেসমেন্ট কমিটি ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন্স ফ্রেমওয়ার্ক অব বাংলাদেশ (বিএনকিউএফবি) ও স্টুডেন্ট লার্নিং টাইম (এসএলটি)এর সুযোগ, পরিকল্পনা ও চ্যালেঞ্জ বিষয়ক দিনব্যাপী কর্মশালা সম্প্রতি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।
আইন বিভাগের উপদেষ্টা অধ্যাপক মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, উপ—উপাচার্য অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী, কলা, সামাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইসরাত জাহান। আরও যুক্ত ছিলেন রেজিস্ট্রার ড. মোজাম্মেল হক, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক শাফিন মো. জন, বিভিন্ন বিভাগের প্রধানসহ আইন বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, একটি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্যই হলো যুগোপযোগী শিক্ষার মাধ্যমে অ্যাক্রেডিটেশন অর্জন। আর গুণগত ও বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে হলে নিধার্রিত মানদণ্ডগুলো অনুসরণ ও বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। এসময় তিনি বিএসি’র অ্যাক্রেডিটেশন অর্জনের উপর গুরুত্বারোপ করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান।
কর্মশালায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল কর্তৃক নির্ধারিত ১০টি মান নিয়ন্ত্রণের উপাদান যা উচ্চ শিক্ষার জন্য খুব জরুরি তা বর্তমানে আইন বিভাগ কতটুকু অনুসরণ করে এবং এসব মানদণ্ড কার্যকর করার জন্য আরও কি কি পদক্ষেপ গ্রহণ করা প্রয়াজেন এ বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রভাষক মিনহাজ উদ্দিনের উপস্থাপনায় প্রেজেন্টেশন করেন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মরতুজা ইসলাম জোহানযেব তারেক, সহকারী অধ্যাপক সুরাইয়া মমতাজ, সহকারী অধ্যাপক ইয়াসিন, সহকারী অধ্যাপক রওশন জাহান ফারহানা এবং প্রভাষক খাদিজাতুল কোবরা।
বাংলাধারা/এফএস/এফএস













