৮ ডিসেম্বর ২০২৫

সাধনাকে বিয়ে করছেন ডিসি আহমেদ কবীর!

বাংলাধারা ডেস্ক »

যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে বরখাস্ত হওয়া জামালপুরের সাবেক বির্তকিত ডিসি আহমেদ কবিরের সাথে তার অফিস সহকারী সানজিদা ইয়াসমিন সাধনার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। এ গুঞ্জনের ডালাপালা জামালপুর ছাপিয়ে সারাদেশে ছড়িয়ে পড়েছে। তবে সাধনা, তার বাবা খাজু মিয়া ও আহমেদ কবীরের ফোন নম্বর বন্ধ থাকায় বিয়ের খবরটি সম্পর্কে নিশ্চিত করা যাচ্ছে না।

শহরের লোকজনও কানাঘুষা করছে, সাধনাকে বিয়ে করাই ডিসি আহমেদ কবীরের চাকরি হারানো ও মামলা থেকে বাঁচার উপায়। বিয়ে করার সম্ভবনা রয়েছে। এর ফলে বাঁধি থেকে বেগম হতে যাচ্ছে সাধনা!

এদিকে সাধনা আত্মহত্যা করেছেন বলে মঙ্গলবার সকালে গুজব ছড়িয়ে পড়েছিলো। খবর পেয়ে একদল সাংবাদিক ছুটে যান শহরের বগাবাইদ এলাকায় সাধনার বাসায়। সেখানে সাধনার বাবা খাজু মিয়াকে জিঞ্জাসা করতেই অবাক হয়ে তিনি বলে ওঠেন আপনাদের কে খবর দিয়েছে? আমার মেয়ে অফিস থেকে ৩ দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি মাদারগঞ্জের সুখনগরীতে রয়েছে। সাধনার মা নাছিমা আক্তার ঘর থেকে বের হয়ে বলেন, ওকে শেষ করার আর আপনাদের কী বাকি রয়েছে। আমার মেয়ে মারা যায়নি। মারা যাইতে বেশি সময় নেই। এই সাধনার বাবা তাদের সাথে কী বলছো। এরপর চোখ রাঙিয়ে তিনি বলেন চলে আসো।

ডিসি আহমেদ কবীর ও সাধনা কেলেংকারীর ঘটনায় সকালে বিকেলে নানা গুজব ছড়াচ্ছে। এ নিয়ে কৌতূহলী মানুষ খবর জানাতে নানা মাধ্যমে খোঁজ খবর নিচ্ছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন