২৩ অক্টোবর ২০২৫

সান্ধ্য আইন বাতিলের দাবিতে চবি ছাত্রীদের অবস্থান কর্মসূচি

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের রাত ১০ টার মধ্যে নিজেদের হলে প্রবেশের নির্দেশনার বিরুদ্ধে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

বুধবার (২০ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে উপাচার্যের বাসভবনের প্রবেশ পথ আটকে অবস্থান নেয়। এসময় তারা রাত ১০টায় হলে প্রবেশের সিদ্ধান্ত বাতিল ও ক্যাম্পাসে ২৪ ঘন্টা নিরাপত্তা বিধানের দাবিতে বিভিন্ন প্রকার স্লোগান দিতে থাকে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আশরাফী নিতু বলেন, ‘প্রত্যেকবারই যৌন নিপীড়নের ঘটনা ঘটলে প্রথমেই প্রশাসন মেয়েদের হলের সময়সীমার দিকে নজর দেয়। এটা মাথাব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে।’

তিনি দাবি করেন, যৌন নিপীড়নের ঘটনাগুলোতে অভিযুক্তকে শাস্তি দেয়ার নজির খুব কম। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হলেই যৌন নিপীড়নের ঘটনা বন্ধ করা সম্ভব।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘ছাত্রছাত্রীরা ১০টায় নাকি ১২টায় ঢুকবে সেটা এখন বলার বিষয় না। এটা শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্র ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সময়সীমা নির্ধারণ করা হয় বলে জানা গেছে।

বাংলাধারা/ এসএস

আরও পড়ুন