২৫ অক্টোবর ২০২৫

সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা

বাংলাধারা ডেস্ক »

নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহসহ ১৬ জনের বিরুদ্ধে নারী নির্যাতন এবং চাঁদাবাজির মামলা করেছে এক নারী ভুক্তভোগী। শনিবার বাদীপক্ষের আইনজীবী উবাথোয়াই মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী সুত্রে জানা যায়, বাদীর নিজ জমিতে চারা লাগাতে গেলে চেয়ারম্যান ও তার লোকজন বাধা দেয় সাথে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। গত ১৪ মে সকালে খবর ছড়ায় বাদীর ভাই ও ছেলেকে অপহরণ করে দোছড়ি খইয়াতলি পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এই খবর পেয়ে বাদী ও তার দুই বোন সেই স্থানে গেলে চেয়ারম্যানের লোকজন ঘেরাও করে তাদের শ্লীলতাহানি করে এবং শারীরিক নির্যাতন চালায়।

নাইক্ষ্যংছড়ি থানায় বাদী অভিযোগ করতে গেলে ওসি মামলা নেননি। পরবর্তীতে ওই নারী চিকিৎসা শেষে ২৫ মে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অভিযোগ করলে আদালত অভিযোগ আমলে নেন। বান্দরবান টুরিস্ট পুলিশের ওসি মো. জাহাঙ্গীর আলমকে মামলার তদন্তের নির্দেশ দেন।

আরও পড়ুন