আওয়ামী লীগের পতিত সাবেক সংসদ সদস্য (এমপি) জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৭ মে) রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ এপ্রিল তৎকালীন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরণের মৃত্যুর পর উপনির্বাচনে তার স্ত্রী জেবুন্নেসা আফরোজ সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন।
তবে পরবর্তীকালে দলীয় শৃঙ্খলাভঙ্গসহ নানা কারণে তিনি রাজনীতি থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার গ্রেপ্তারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এআরই/বাংলাধারা