২২ নভেম্বর ২০২৫

সাবেক ছাত্রনেতা হামিদ হোসেন হামিদের জন্মদিন উপলক্ষে মিলনমেলা

চট্টগ্রাম নগরীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও সাবেক যুগ্ম আহ্বায়ক, চকবাজার থানা ছাত্রদল হামিদ হোসেন হামিদের জন্মদিন উপলক্ষে এক শুভেচ্ছা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনাড়ম্বর এই আয়োজনে কেক কাটা, দোয়া মাহফিল এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তার জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিত নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও অতিথিরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামী দিনের সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, চকবাজার থানা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন আলো, সদস্য সচিব মোহাম্মদ লিটন, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক সাগর, হামিদ হোসেনের বড় ভাই শিক্ষানবিশ আইনজীবী ও স্পীড ওয়ান নেটওয়ার্কের কর্ণধার এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ রেজা, লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা নুরুল আলম কোম্পানি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন, চকবাজার থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজ।

এছাড়াও উপস্থিত ছিলেন মিজান, সোহেল, মনির, মারওয়ানসহ ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পাশাপাশি অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, হামিদ হোসেন হামিদ একজন সুপরিচিত সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। তার সাংগঠনিক দক্ষতা ও কর্মনিষ্ঠা এলাকার তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। বক্তারা আরও বলেন, ভবিষ্যতেও তিনি সমাজ ও সংগঠনের কল্যাণে ভূমিকা রাখবেন এই প্রত্যাশা সবার।

উল্লেখ্য, সাম্প্রতিক জুলাই আন্দোলনে চট্টগ্রামে বিভিন্ন কর্মসূচিতে হামিদ হোসেন হামিদ সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। আন্দোলন চলাকালে তিনি শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সহযোগিতা, সাংগঠনিক সমন্বয় এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখেন বলে সংশ্লিষ্টরা জানান। তার এই ভূমিকা নগরের বিভিন্ন ছাত্র ও তরুণ সমাজের মাঝে আলোচনার জন্ম দেয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং হামিদ হোসেন হামিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরে অতিথিদের মাঝে কেক ও আপ্যায়ন সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ