৮ ডিসেম্বর ২০২৫

সাবেক পররাষ্ট্রমন্ত্রীর চাচাতো ভাই হাশেম তালুকদার গ্রেফতার

সদ্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ও চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক হাশেম তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত হাশেম তালুকদার উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের মন্ত্রী পাড়ার জেবর মুল্লুক তালুকদারের ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ডিউটি অফিসার জানান, নাশকতা মামলায় অভিযুক্ত আসামিকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতা মামলায় অভিযুক্ত হাশেম তালুকদারকে থানায় এনে অধিক তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ