২৪ অক্টোবর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক

 সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার সকালে দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের উপ-পরিচালক মাসুদুর রহমানকে এ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। অনুসন্ধানকারী দল শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের বিস্তারিত হিসাব সংগ্রহ ও পর্যালোচনার কাজ শুরু করবে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে তার সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হবে।

দুদক আরও জানিয়েছে, শেখ হাসিনার আয়কর নথি যাচাই করে দেখা হবে সেগুলোতে প্রদত্ত তথ্য তার প্রকৃত সম্পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না। অনুসন্ধান শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও ভাবা হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন।

এআরই/বাংলাধারা

আরও পড়ুন