২৬ অক্টোবর ২০২৫

সাবেক মন্ত্রী বিএসসি পুত্র মুজিবের বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাংলাধারা প্রতিবেদন :::

সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে নেওয়া ২২টি গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

দুদকের মামলা দায়েরের পর নগরীর চান্দগাঁও থানার সানোয়ারা আবাসিক এলাকার ওই বাড়িতে গতকাল শুক্রবার ও আজ শনিবার অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক (কোম্পানি সচিব) মোহাম্মদ নূরুল আবসার সিকদার।

এসময় তিনি বলেন, শুক্রবার ও শনিবার কেজিডিসিএল’র বিপণন বিভাগের কর্মকর্তারা ওই বাড়ির গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এর মাধ্যমে বাড়ির ২২টি গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এর আগে গত বৃহস্পতিবার দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান এবং গ্রহণের দায়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সাবেক ও বর্তমান ৪ কর্মকর্তা এবং গ্রাহক মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। এই মামলায় ওই দিনই অভিযান চালিয়ে কেজিডিসিএল’র ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করে দুদক।

দুদকের হাতে গ্রেপ্তার তিন কর্মকর্তা হলেন- কেজিডিসিএল’র মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. সারওয়ার হোসেন, ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান এবং টেকনেশিয়ান মো. দিদারুল ইসলাম। তারা এখন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাজতে রয়েছেন। এছাড়া এই মামলার অন্য দুই আসামি হলেন- কেজিডিসিএল’র সাবেক মহাব্যবস্থাপক মো. আলী চৌধুরী এবং গ্রাহক মুজিবুর রহমান। তাদের দুইজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে দুদক।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন