২৪ অক্টোবর ২০২৫

সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী আর নেই

বাংলাধারা ডেস্ক »

চট্টগ্রাম-১৫ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী আর নেই।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

জাফরুল ইসলাম চৌধুরী ১৯৫০ সালের ১৪ অক্টোবর বাঁশখালী উপজেলার কালীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাণিজ্য বিষয়ে স্নাতক শেষ করেছেন। ১৯৯৬-৯৭ সালে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এর সভাপতি ছিলেন।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনি চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বিএনপি থেকে মনোনীত হয়েছিলেন। ২০০৯ সালের জুনে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হন। ২০১০ সালে তিনি বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ-জাতীয় সংসদীয় ফ্রেন্ডশিপ গ্রুপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র সংসদ সদস্য ছিলেন।

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে দুপুর ২টায় দ্বিতীয় জানাজা এবং বাঁশখালী ডিগ্রি কলেজের মাঠে তৃতীয় জানাজা শেষে কালীপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে চট্টগ্রাম নগর-উত্তর-দক্ষিণ এবং বাঁশখালীর বিএনপি রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন