২৫ অক্টোবর ২০২৫

সাবেক স্ত্রীর বিরুদ্ধে করা মামলায় জিতলেন জনি ডেপ

বিনোদন ডেস্ক »

৪ বছর ধরে চলা জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মামলার রায় আসলো অবশেষে।  সাবেক স্ত্রীর বিরুদ্ধে করা মানহানির মামলায় নিজের পক্ষেই বেশির ভাগ রায় পেয়েছেন জনি ডেপ। গতকাল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালত এ রায় ঘোষনা করেন।

২০১৭ সালে বিবাহ বিচ্ছেদের পরেই জনি ডেপের বিরুদ্ধের নির্যাতনের মামলা করেন অ্যাম্বার। জনি ডেপ পাল্টা মান হানির মামলা করেন।

আদালতের দেওয়া আদেশে জনির বিরুদ্ধে আনা অ্যাম্বারের পারিবারিক নির্যাতনের অভিযোগকে সাজানো বলে উল্লেখ করে আদালত জনিকে ১ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। জনির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনার পেছনে অ্যাম্বারের অসৎ উদ্দেশ্য ছিল বলে আদালত উল্লেখ করেন।

২০১১ সালে একটি সিনেমার শুটিংয়ের সময় জনি ও অ্যাম্বারের প্রেম শুরু হয়। ২০১৫ সালে বিয়ে করেন এই তারকা জুটি। বিয়ের দুই বছর পর তাঁদের বিচ্ছেদ হয়।

আরও পড়ুন