৫ নভেম্বর ২০২৫

সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ

বাংলাধারা প্রতিবেদন »

এক বছরের ব্যবধানে সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে ৪৫তম শক্তিশালী দেশে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ।

২০১৮ সালে সংস্থাটির গবেষণা অনুযায়ী বাংলাদেশের অবস্থান ছিল ৫৬তম। গ্লোবাল ফায়ারের জরিপ-২০১৯ অনুযায়ী এ তথ্য জানা গেছে।

সামরিক শক্তি নিয়ে গবেষণাকারী আন্তর্জাতিক এ সংস্থাটির সাম্প্রতিক তথ্যে বলা হয়েছে, সার্বিক বিবেচনায় বিশ্বের ১৩৬টি দেশের মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীর অবস্থান এখন বিশ্বের ৪৫তম। প্রসঙ্গত, গ্লোবাল ফায়ার বিশ্বের বিভিন্ন দেশের সামরিক খাতের তথ্য সংগ্রহ ও গবেষণা করে প্রতি বছর এ ধরনের একটি তালিকা প্রকাশ করে। যেখানে সামরিক শক্তির দিক থেকে শক্তিশালী দেশগুলোকে ক্রমানুযায়ী সাজানো হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ