২৩ অক্টোবর ২০২৫

সামরিন শিরিনের লেখা গান গাইলেন তাজরীন গহর

বাংলাধারা বিনোদন :::

এবারের ঈদে সামরিন শিরিনের কথা সুরের মায়ায় বাঁধলেন বরেণ্য গীতিকার নয়ীম গহরের মেয়ে তাজরীন গহর। দেশের স্বনামধন্য অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে গানটি ভিডিও আকারে প্রকাশিত হয়েছে।

‘কিছু আড়ি ভাঙা যেতো, কিছু ক্রোধ মায়া হতো, বুকে এসে যদি মাখাতে বিষাদের ছায়া/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন সামরিন শিরিন। গানতির সুর করেছেন তানিম হায়াত খান রজিত। সঙ্গীতায়োজন করেছেন এজাজ ফারাহ।

গানটি রিলিজ হওয়ার পর থেকে সঙ্গীত প্রেমিদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

ইউটিউবে একজন লিখেছেন, শামরীন শিরীন আপুর লেখা গানটা সত্যি বলতে গেলে খুবই ভালো লাগছে একথায় অসাধারণ।

আরেকজন লিখেছেন, কথা, সুর আর গায়কীতে মুগ্ধ ।

সামরিন শিরীন বাংলাধারাকে বলেন, রাজিতের মোহনীয় সুর, এজাজের সাজানো সংগীত ও তাজরীনের মায়াভরা কণ্ঠে যেন আমার গানটি প্রাণ পেয়েছে। ধন্যবাদ তোমাদের এবং জি সিরিজের কর্ণধার এই গানের সাথে সংশ্লিষ্ট প্রতিটি মানুষকে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন আমার এই গানটি কে আরো প্রাণবন্ত ও জীবন্ত করে তুলতে। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে।

এ গানের ভিডিও নির্মাণ করেছেন মোহাম্মদ রাসেল। ভিডিওর সম্পাদনা ও কালার কারেকশন করেছেন ফারহান আহমেদ রাফাত। ভিডিওতে গায়িকা তাজরীন গহর নিজেই অংশ নিয়েছেন।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ