বিনোদন ডেস্ক »
ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের যৌথ জীবনের এক বছর পূর্ণ হচ্ছে নতুন বছরের শুরুতে। ২০২২ সালের ৪ জানুয়ারি প্রেমিক সানি পোদ্দারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। দিনটিকে মনভরে উদযাপন করতে চাইছেন মিম। সেকারণেই স্বামীসহ উড়াল দিয়েছেন দুবাইয়ের উদ্দেশে।
স্বামীসহ পরিবারের অন্যদের সঙ্গে একটি ছবি প্রকাশ করে দুবাইযাত্রার সংবাদ দিয়েছেন মিম। বিবাহবার্ষিকী পালনের জন্যই তার এ দুবাই যাত্রা। সেইসঙ্গে বাড়তি আনন্দ হিসেবে ধরা দেবে ইংরেজি নববর্ষ। তাকে এ সারপ্রাইজ দিচ্ছেন স্বামী সানি পোদ্দার। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন মিম।
তিনি বলেন, ‘মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে এই সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এরমধ্যে থার্টিফার্স্টও পড়ছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদযাপনেও অংশ নেব।’
পর্দার অনন্যা দুবাই থাকবেন দশ দিন। ৮ জানুয়ারি ফিরবেন ঢাকায়। ফিরেই উড়ে যাবেন কলকাতায়। সেখানে তার অপেক্ষায় থাকবেন টলিউড সুপারস্টার জিৎ। তার সঙ্গে মিম জুটি বেঁধেছেন ‘মানুষ’ সিনেমায়। সিনেমাটি নির্মাণ করছেন সঞ্জয় সমদ্দার। এতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করছেন জিৎ। ৮ জানুয়ারি থেকে এ ছবির শুটিং।
বোঝা যাচ্ছে, নতুন বছর মিমের শুরু হচ্ছে বড় কাজ দিয়ে। তার আগে কয়েকটা দিন তিনি কাটাবেন তার ব্যক্তিগত জীবনের নায়কের সঙ্গে। মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চান তিনি। সেকারণেই এবার মরুর বুকে মেতে উঠবেন ভালোবাসার উন্মাদনায়।













