৫ নভেম্বর ২০২৫

সারাদেশে কমতে পারে তাপমাত্রা

হিট অ্যালার্ট

বাংলাধারা ডেস্ক »

চলছে চৈত্র মাস। সাধারণত এ মাসে কাটফাটা রোদ থাকলেও এবছর আকাশ মেঘলা থাকায় গরমের তীব্রতা অতটা নেই। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর ঢাকায় বৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল বজ্রপাত। সারাদেশেই ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস রয়েছে আবহাওয়া বিভাগের। একই সঙ্গে আজ সারাদেশের দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাবিদ এ কে এম নাজমুল হক জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

নাজমুল হক আরও জানান, পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে।

গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সব বিভাগেই কম-বেশি বৃষ্টি ছিল। এ সময়ে সবচেয়ে বেশি ৩৬ মিলিমিটার বৃষ্টি হয় চট্টগ্রামের সন্দ্বীপে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ছিল রাঙামাটিতে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ