বাঁশখালী প্রতিনিধি »
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমারকে হত্যা ও রাজশাহীর রাজাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় দোষীদের শাস্তি ও সারাদেশে শিক্ষকদের নিরাপত্তা জোরদারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা ও বাঁশখালী উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।
রবিবার (২৪ জুলাই) বিকালে বাঁশখালী উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি অমৃত কারণ, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দত্ত, বাঁশখালী উপজেলা শাখার সভাপতি প্রকাশ কান্তি দাশ, সাধারণ সম্পাদক সেলিম উল হক চৌধুরী, শিক্ষক দীপক চক্রবর্তী, নেজাম উদ্দীন, মিল্টন দেব, পবন কান্তি দেব, শিমুল চক্রবর্তী, রুহল কাদের, জিয়াউর রহমান, সুমন দাশ, নিউটন দাশ, সুমন মুহুরী, সন্তোষ দাশ, আমির হোছাইন, দিদারুল ইসলাম, তোফাজ্জল হোছাইন, বাবুল দত্ত, দিদারুল করিম, বিপ্লব দেব, সৈকত দাশ।
এসময় বক্তারা বলেন, বর্তমানে দেশে শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা বলতে কিছু নেই। প্রতিটা মুহূর্তে শিক্ষকদের মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন ও লাঞ্ছিত করা হচ্ছে। শিক্ষকদের বিরুদ্ধে হওয়া অন্যায়ের বিচার না হওয়ায় তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকাল শিক্ষকরা পাঠদানে ভয় পায়। এমনকি স্বাভাবিক জীবনযাপনেও ভয় পাচ্ছে শিক্ষকরা। এভাবে চলতে থাকলে অচিরেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।













