লীন
যেখানে অপেক্ষার শেষ ওখানেই অরণ্য।  পাখিদের চোখ দিনের রাতে; 
পাতাদেরও শান্ত দেখে থেমে যায় জলের শব্দ; পাশেই আদিম প্রহর; বিস্ময় চোখে আকাশ তাকিয়ে… 
এমন নিস্বর্গ্বে-
দীঘল সর্পে জড়ালে দুজন নীলে লীন হাতে হাত- কী-বিষক্রিয়া শরীর থেকে শরীরে… পাঁজরে পাঁজর গলে গহীনের টানে; পরানে লুটে পড়ে পরান-  শীৎকারে মেলে বাঁচার আশ্বাস;  ইকো পাহাড়ে পাহাড়ে। 
সমকাল একাকার আদিম ভূগোলে… 
সর্প জড়িয়ে-গড়িয়ে চলে জল থেকে উপকূল- মৌলিক জীবনে… 
				












