৩০ অক্টোবর ২০২৫

সার্কিট হাউজে চলছে আ.লীগ নেতাদের ‘রুদ্ধদ্বার’ বৈঠক

বাংলাধারা প্রতিবেদন »

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের সাথে রুদ্ধদ্বার বৈঠক চলছে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে।

আজ রোববার (৮ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজ পরিদর্শন শেষে চট্টগ্রামের নেতাকর্মীদের নিয়ে সার্কিট হাউজে আওয়ামীল লীগ সাধারণ সম্পাদকের বৈঠক শুরু হয়েছে।

চসিক নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে নগরীর কেসিদে রোডের অস্থায়ী কার্যালয়ে নগর আওয়ামী লীগের বর্ধিত সভা ডাকা হলেও আজ দুপুরে চট্টগ্রামের সিনিয়র নেতাদের সঙ্গে চট্টগ্রাম সার্কিট হাউজে বৈঠক চলছে।

এদিকে দেখা গেছে আওয়ামী লীগের এ বৈঠকে গণমাধ্যমকর্মীরা প্রবেশ করতে না পেরে বৈঠকের সর্বশেষ সিদ্ধান্ত জানার জন্য সার্কিট হাউজের মেইন গেইটের সামনের অবস্থান করছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন