এই “করোনা”–!!
এই “করোনা” ভয় করি না
মানব সমাজ জাগ্রত আজ —
রুখবে তোকে, যেথায় বিরাজ
বিভেদ ভুলে, আই সকলে
নয় করূণা, কূ-মন্ত্রণা —(?)
আই সকলে, ভাঙবো দেয়াল
যাই মিলে সব, নিবো শপথ —
দৃপ্ত মনে তৃপ্তি সনে রাখবি খেয়াল,
রাখ মনোবল দেখবি, হাওয়ায়
উদাউ-সর্ব বালাই-বিপদ ।
রমজানের এই প্রথম রোজায় —
সহিহ্ সুন্নাহ’র সেই দেসণায়,
আয় সকলে, মনের ময়লা
দেই ঢেলে আজ অবলীলায় !!
“সিয়াম” এর ঐ সাওম সনে
নূর নবীজ্বী’র (সা:) নির্দেশনা,
গর্জে উঠুক আপন মনে বিশ্বজুড়ে
মানবতার এই প্রেরণা –!!
এবার রোজা’র এই সাধনা
আদেশ-নিষেধ ভাঙ্গতে মানা,
ভোজন-বিলাস সমতানয়ন —
দুর হোক সব প্রতিবেশীর বেদনা !!
অভুক্ত কেউ থাকবে না
নতুন কাপড় কিনবো না,
আপন-পর, পাড়া-পরশী
অন্ন-বস্ত্র, নিত্য-পথ্য —
রাখবো তালাশ প্রতিবেশীর ।
ধর্ম-বর্ণ, নয় বিভেদ্য —-
মানবতা সর্বাগ্রে, স্বয়়ং দ্বীনের
নূর নবী(সা:) জ্বী’র ঘোষণা !!
ঘরের বাইরে যাবো না–
করোনা ঠাঁই পাবে না –!!
নিলাম শপথ, না হোক বিপদ –
করালগ্রাসে ভাই যদি মোর
শহীদও হন, চাঙ্গা মনে —
যৎ নিয়মে, সমণ্বিত লাশের খবর,
পড়বো নামাজ, দিবো কবর —
অবহেলা করবো না।
এবার ঈদে স্বত:ষ্ফূর্ত
এটাই হোক সকলের বাসনা,
মুক্ত মনে মানবে সবে
বিশ্ববাসীর কামনা –!!
হৃদয়ে থাক নূরের “ক্বাবা” —
নয়ন জুড়াক সোনার “মদিনা”
বাংলাধারা/এফএস/টিএম













