২৬ অক্টোবর ২০২৫

সার্জেন্ট নাজিমের একটি কবিতা

“বাংলা’র ডাক্তার”


তাইতো মোরা গর্বিত আজ
সঙ্গ লয়ে লাল-সবুজের পতাকা,
জাতি ধর্ম নাই ভেদাভেদ ——
ভয়-ভীতি নাই নলা পরোয়া।

চরিত্রে ঐ বাঙ্গালীয়ানা —–
মানবতার আলোর মশাল,
“করোনা”তে ভয় করিনা।
মমতার হাত নয় ‘করুণা’ —-!

বিষ্ময়ের এক খবর দিলেন
প্রজন্মেরঐ ৭১’র” আবির রানা”,
চট্টলার এক কৃতি পুরুষ
মানবতা ফেরি করছেন কিনা (!)

নাম শুনেছি সেই মহাত্মা’র
“ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া”—!
“পঞ্চশীল” এ দিক্ষীত তাই
নিবেদিত মানবতায় —!!

আমি জানাই বন্দণা ভাই —
সবার তরে দোয়া ভিক্ষা চাই–
এমন মানুষ বাঙলা’তে আজ
যেনো প্রতিটি ঘরেই জন্মায়–!!!

আরও পড়ুন