৪ নভেম্বর ২০২৫

সার্জেন্ট নাজিমের কবিতা

ক্বিয়ামাহ্

মাত্র এক জোড়া সমান

নাপাক্ব পানি হতে সৃষ্টি তোমার,

কিসের এতো বড়াই করো?

কিসের অহংকার!!

ঈস্রাফিলের (আ.) সিঙ্গার ফুঁকে

মোম অনলের চলবে খেলা,

দেখার সময় নাই,

এক দমেতে নাই নিশানা তামাম দুনিয়ার!!

দু’দিনের মুসাফির তুমি

কেরামন কাতেবিন (আ.)-

সদা ব্যস্ত লিখতে কর্ম তোমার,

আত্মগোপন করবে কোথায়?

দালান কড়ি, আ-হা মরি,

তামাম জাহান ঘটবে হাসর,

চলবে ধুন্ধুমার,

বুনিয়াদ ছারখার,

তোমার আবার কিসের অহংকার!!!

আরও পড়ুন