২৯ অক্টোবর ২০২৫

সার্জেন্ট নাজিমের দুটি কবিতা

দু:সাহস ??

আমি কে (?) আমি—

মরু সাহারায় উচ্ছিষ্ঠে’র-

অবশিষ্ট এই আমি চলছি

বেবাক্ অন্ত:হীন পথ মাড়িয়ে।

শূন্য পৃথীবির আজব সব ই,

চন্দ্র তারা নক্ষত্র রবি–

তাবৎ জগৎ হালখাতা সব-ই,

বৈমাত্রেঅ হলেও

তবুও কেনো জড়ায়ে মোরে শনি !

সকল-ই ত্বড়ায়ে —

নির্বাক নিথর আমি,

রয়েছি ঠাঁই দাঁড়িয়ে,

এপাশ-ওপাশ নিজেকে

হেলায়ে আসিনি তো

কারো বা গতিপথ মাড়িয়ে—(!)

তবুও বা কেনো– (?)

কোন সাহসে যেনো–

রক্তচক্ষু কি শাঁসানো’র তরে,

লক্ষ্য করি মোরে দু:সাহসীক তর্জনী

উঁচিয়ে ধরে—(!!)

অস্থিত্ব !

নিজের অস্তিত্ব নিজেই

পাইনা তো কোথাও খুঁজে,

তাইতো সবখানে তল্লাশিয়া যাই,

কোথাও কেউ নাই–

নি:শ্বব্দ নিরব প্রকৃতির মাঝে,

নিজের অস্তিত্ব মজ্জাগত

সুগন্ধি আহরনে হাওয়ায় বেড়াই।

আমি বস্তির ঐ —

কোঠরীতে নিজেকে লুকাই,

দু:খিনী মায়ের একপলক

হাসিতে নিজেকে হারাই–!

এ জগতে হায়–

কে আপন কে বা পর,

কেবা রাখে কাহার খবর ?

তাইতো চিমটি সম ঐ–

হাসির ঝিলিক সুখে–

মোরে সদাসয় আড়ালে কাঁদায়,

তবুও আমি শান্তি নীড় সম ঐ

তাহাতেই প্রাণ জুড়াই।।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন